গৌরনদীতে ৩৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

গৌরনদীতে ৩৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার ভোররাতে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সুপার মার্কেটে এই অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। 

স্থানীয়রা জানায়, ভোররাতে ওই মার্কেটের জনৈক মো. মুজামের চায়ের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই মার্কেটের ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি এবং আরও ১৪ টি দোকান কমবেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন ওই তথ্য নিশ্চিত করেছেন। 

অগ্নিকান্ডের খবর শুনে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা। তারা ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।