কাতার ছাড়লো ব্রাজিল

কাতার ছাড়লো ব্রাজিল

কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে এডুকেশন সিটি স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়েছিল রাশিয়া বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ছিল ব্রাজিল। কিন্তু লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার কাছে শেষ আটের লড়াইয়ে আটকে গিয়ে নেইমারদের বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছে। একে একে এ বার কাতার ছেড়ে দেশের পথে পাড়ি দিচ্ছেন ব্রাজিলের ফুটবলাররা।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দলের সকলের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, সেই ফ্লাইট প্রথমে লন্ডনে যাবে তার পর ব্রাজিলে রওনা দেবে। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কাতার ছাড়তে শুরু করে দিয়েছেন অ্যালিসন বেকাররা।

ব্রাজিলের মিশন ‘হেক্সা’ আটকে দিয়েছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। ব্রাজিলের টিম হোটেলে প্রিয় দলকে দেখার জন্য শেষ বেলায় জড়ো হয়েছিল একাধিক সমর্থক। টিম বাসে করে চার্টর্ড ফ্লাইট ধরতে যাওয়ার সময় সেলেকাও ফ্যানেদের ক্যামেরায় ধরা পড়েছেন ব্রাজিলের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা।