বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে যুবক নিহতের ঘটনায় মামলা, মালিক সহ ৫ জন কারাগারে

বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে ধরে নেয়ার সময় ধস্তাধস্তি ও মারধরে যুবক নিহত হওয়ার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে মাদক নিরাময় কেন্দ্র ‘ড্রীম লাইফের’ পরিচালকসহ ৫জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত বুধবার রাতে নগরীর রূপাতলী বাংলাদেশ বেতার কেন্দ্র এলাকায় একটি মাদক নিরাময় কেন্দ্রে ধরে নেয়ার সময় কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি ও মারধরে সুমন খান নামে এক যুবক নিহত হয়। এ ঘটনায় ওই রাতেই নিরাময় কেন্দ্রের মালিক বায়জিদ হোসেন বাপ্পী, কর্মী উজ্জ্বল সমাদ্দার, মোঃ রায়হান, ফজলে রাব্বি ও আবুল কালামকে আটক করে পুলিশ। বুধবার রাতেই আটক ৫জনসহ মোট ৭জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন নিহতের ভাই নোমান খান। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. আনিছুর রহমান ৫ আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম মুকুল জানান, নিহতের ভাই মো. নোমান মল্লিক বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক ৫জনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।