কাতার বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ

কাতারে বিশ্বকাপ চলাকালে নির্দিষ্ট কিছু স্থানে অ্যালকোহল বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে উদ্বোধনী ম্যাচের মাত্র দুই দিন আগে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আয়োজকরা। কাতারে অ্যালকোহল পুরোপুরি নিষিদ্ধই থাকছে।
আগামী রবিবার স্বাগতিক কাতার ও ইকুয়ডর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ। আয়োজক দেশ কাতারে অফিশিয়ালি ৬৫.৫ শতাংশ নাগরিক ইসলাম ধর্মের। তাই সেখানে পাবলিক প্লেসে অ্যালকোহল পান নিষিদ্ধ।
এই সিদ্ধান্ত স্বয়ং ফিফার জন্যও বড় ধাক্কা। কারণ, বিশ্বের অন্যতম বিয়ার উৎপাদককারী সংস্থা বাডওয়েজারের সঙ্গে কয়েকশো কোটি ডলারের চুক্তি হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার। কাতার বিশ্বকাপেও বড় স্পনসরগুলোর একটি তারা।
বিশ্বকাপ দেখতে কাতারে যাওয়া দর্শকদের জন্য যে বিশেষ গাইড দেওয়া হয়েছিল, তাতেও বাডওয়েজারের বিয়ার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে বলে উল্লেখ ছিল।
এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়ামে বসে কোনো রকম বিয়ার পান কিংবা মদ্যপান করা যাবে না। বিদেশি সমর্থকদের স্টেডিয়ামে ঢোকানোর ক্ষেত্রেও বিশেষ তল্লাশি চালানো হবে।