কাবাডি শিরোপা জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

কাবাডি শিরোপা জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনাল শুক্রবার। স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ যেখানে কেনিয়া। যে ম্যাচটা জিতলেই স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের। লক্ষ্য থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে বেশ আত্মবিশ্বাসী লাল-সবুজের প্রতিনিধিরা।

পল্টনের শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ-কেনিয়া ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

পাঁচ দলের টুর্নামেন্টের চার খেলায় জিতে সরাসরি ফাইনালে পৌঁছেছে স্বাগতিকেরা। তাই ফাইনালে ফেভারিট বাংলাদেশই। লাল-সবুজের দল গ্রুপ ম্যাচে পোল্যান্ড, কেনিয়া, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় লাভ করে।

কেনিয়া অবশ্য গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল। হেরেছিল বাংলাদেশের কাছেও। তবে পোল্যান্ড ও নেপালের বিপক্ষে জয় পেয়েছিল।

ম্যাটে নামার আগে শিরোপা জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচ। অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘আমাদের প্রত্যাশা ফাইনালের শিরোপা আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশনের হাতে তুলে দেব। নেপালের বিপক্ষে আমরা ভালো খেলার চেষ্টা করেছি। শ্রীলঙ্কার বিপক্ষে শতভাগ দিয়ে খেলে জয় পেয়েছি। আশা করি ফাইনালে আমাদের সবাই শতভাগ উজাড় করে খেলবেন এবং শিরোপা জিতবেন।’

গ্রুপের শেষ ম্যাচে দলের অন্যতম সেরা খেলোয়াড় আরদুজ্জামান মুন্সি আহত হন। তবে ফাইনালে ম্যাটে নামতে প্রস্তুত তিনি।

বাংলাদেশের ভারতীয় কোচ সাজুরাম গয়াত বলেন, ‘ফাইনাল ম্যাচের জন্য আমার দল প্রস্তুত। আমার দল সর্বাত্মক চেষ্টা করবে সেরা হতে। চ্যাম্পিয়নশিপ জেতার জন্য আত্মবিশ্বাস রয়েছে আমাদের। কেনিয়ার অফেন্স ভেরি গুড। ডিফেন্স নট ভেরি গুড। আমাদের সর্বশক্তি দিয়ে শিরোপা জেতার চেষ্টা করব।