জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ আরো কমানো হয়েছে। সংস্কৃতি চর্চার পথ রুদ্ধ হলে জঙ্গিবাদসহ সমাজে নানা অপকর্ম বাড়বে। এমন আশঙ্কা প্রকাশ করে সংস্কৃতি খাতে বাজেট কমানোয় উদ্বেগ প্রকাশ করেছে সংস্কৃতিকর্মীরা। সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে ওই উদ্বেগ জানানো হয়।
গতকাল সোমবার বিকালে নগরীর প্রাণ কেন্দ্র অশি^নী কুমার হল চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়ছে।
২০১৯-২০২০ অর্থ বছরে সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেটে অর্থ কমিয়ে দেয়ার প্রতিবাদে ও বরাদ্দ বৃদ্বি করার দাবি জানিয়ে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বরিশাল শাখা।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবশে ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য নাট্যজন সৈয়দ দুলাল, সমন্বয় পরিষদের সাবেক সভাপতি নজরুল ইসলাম চুন্নু, শান্তি দাস, বাংলাদশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাড. বিশ্বনাথ দাস মুন্সি, সমন্বয় পরিষদের বর্তমান সহসভাপতি কবি নজমুল হোসেন আকাশ, সাবেক সাধারণ সম্পাদক শুভংকর চক্রবর্তী, মিজানুর রহমান, মিন্টু কুমার কর, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাসুদেব ঘোষ, খেয়ালী গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক সিরাজুম মুনির টিটু, যাত্রা শিল্পী আনসার আলী প্রমূখ।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, বাংলদেশ সংস্কৃতিতে সমৃদ্ধ হলেও সংস্কৃতিতে পৃষ্ঠপোষকতা নেই। সংস্কৃতি চর্চায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে না। বর্তমানে যুব সমাজ সংস্কৃতি চর্চার দিকে আসছে না। তাই তারা নেতিবাচক কর্মকা-ের সঙ্গে যুক্ত হচ্ছে। দেশে জঙ্গীবাদ, বাদকসহ নেতিবাচক কাজ কমাতে হলে সংস্কৃতি চর্চার পথ প্রশারিত করতে হবে। কিন্তু সরকার সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতার পরিবর্তে জাতীয় বাজেটে বরাদ্দ আরো কমিয়ে দিয়েছে। এটা সংস্কৃতিকে ধ্বংস করার পরিকল্পনার অংশ। তাই জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বাজে বৃদ্ধি করতে হবে। তাই সংস্কৃতিক খাতে বাজেট বৃদ্বি করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। সংস্কৃতিক খাতে বাজট বরাদ্দ বাড়ানো না হলে সারা দেশের সংস্কৃতি কর্মীলা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।