কাল শুভ জন্মাষ্টমী

কাল শুভ জন্মাষ্টমী

কাল শুক্রবার (২৩ আগস্ট) শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি এই দিনে। 
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস— দুষ্টের দমন ও সজ্জনদের রক্ষার জন্য এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের আবির্ভাবকে জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়।

রাজধানীসহ সারাদেশের বিভিন্ন মন্দিরে শুক্রবার পূজা অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে উৎসব উদযাপন করবে। দেশ ও জাতির মঙ্গল কামনা করে সকাল ৮টায় থাকছে শ্রীশ্রী গীতাযজ্ঞ। রাতে হবে শ্রীকৃষ্ণ পূজা।

শ্রীকৃষ্ণের জন্মদিনে দেশের বিভিন্ন মন্দিরে উদযাপন করবে জন্মাষ্টমী। মন্দির ছাড়াও ভক্তরা ঘরে ঘরে উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করবেন।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে রবিবার (২৩ আগস্ট) ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটি মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করবে।