পাথরঘাটায় ৫০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরগুনা পাথরঘাটা থানা এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও পাথরঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ রুবেল মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আজ বৃহস্পতিবার গ্রেফতার আটক করেছে। মোঃ রুবেল মিয় উপজেলার হাড়িটানা মোল্লাবাড়ী গ্রামের মৃতঃ মন্নান মোল্লার ছেলে।
পাথরঘাটা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও পাথরঘাটা থানা পুলিশ একসাথে অভিযান পরিচালনা করে ৫০০ (পাঁচ শাত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে তাকে।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহবুদ্দিন বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে পাথরঘাটা থানার মামলা নং- ১৬ তাং- ২২/০৮/১৯ খ্রিঃ ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সরণির ১০(ক) মামলা রুজু করা হয়েছে।