শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামীকাল বৃহস্পতিবার সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন। আজ ১০ জুলাই দুপুরে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, সভাটি আজ বুধবার নয় কাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
আলোচনা অনুষ্ঠানটি সকাল ১০টায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।