কুয়াকাটা পৌরসভা নির্বাচন উপলক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

আসন্ন কুয়াকাটা পৌরসভা নির্বাচন-২০২০ উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান খলিফা।
এছাড়াও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, মেয়র প্রার্থী আঃ বারেক মোল্লা (নৌকা) ও মেয়র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন হাওলাদার (স্বতন্ত্র) সহ অন্য মেয়র ও র কাউন্সিলর প্রার্থীগণ, র্যাব প্রতিনিধি, আনসার প্রতিনিধি এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করা হয় এবং গুজব ছড়ানোর মাধ্যমে এই সুন্দর পরিবেশ নষ্ট না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়। এসময় সকলে সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সুসমন্বয়ের মাধ্যমে একটি সুন্দর ও সুষ্ঠু পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।