কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন
বরিশাল জেলা প্রশাসন প্রতিষ্ঠিত ও পরিচালিত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর বান্দ রোডের পাশে ফিতা কেটে ফলক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। পরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানরে সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কর্মকর্তা প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সমীর কুমার রজকদাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খন্দকার মো. অলিউল ইসলাম। ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে আলোচনা সভায় বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেন, এই স্কুলটি আগে থেকেই অন্যত্র চলছে। প্রধান মন্ত্রীর আর্থিক অনুদানে নতুন ভবনের কাজ শুরু হয়েছে। নতুন ভবন হলে স্কুলের পরিবেশ এবং শিক্ষার মান আরও বাড়বে এবং এই স্কুলটি বরিশালের একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, সীমিত সামর্থের মধ্যে নতুন নির্মাণাধীন স্কুলে সকল ধরণের সুযোগ সুবিধা থাকবে। এতে শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হয়ে লেখাপড়ায় মনোযোগী হবে। নতুন ভবন বাস্তবায়নকারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সমীর কুমার রজকদাস বলেন, ৪তলা ভিত্তির উপর একতলা ভবন নির্মাণের জন্য ৭৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে। নতুন মাটির গুনাগুণ অনুযায়ী সেখানে পাইল করতে হবে। এতে ব্যয় হবে ৬০ লাখ টাকা। ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আরও বরাদ্দ চাওয়া হবে বলে তিনি জানান। ২০১৭ সালের ১৪ জানুয়ারি জিলা স্কুলের বর্ধিত কলেজ ভবনে অস্থায়ীভাবে কালক্টরেট স্কুলের যাত্রা শুরু হয়। বর্তমানে এই স্কুলে প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৬১৭জন শিক্ষার্থী রয়েছে।