কি বার্তা নিয়ে বরিশালে ফিরলেন বিএনপি নেতা রাজন

কি বার্তা নিয়ে বরিশালে ফিরলেন বিএনপি নেতা রাজন

কি বার্তা নিয়ে বরিশালে ফিরলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন।

প্রায় ৮ বছর পর নামটি বরিশাল বিএনপির নেতা কর্মীর মুখে মুখে আওরাতে ছিলো।রাজন কি বরিশাল বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন  তা নিয়ে এতোদিন  চলেছে নানা গুঞ্জন।রোববার বরিশাল বিএনপি রাজনীতিতে নতুন করে পা রেখেছে সাবেক বরিশাল জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড, নজরুল ইসলাম খান রাজন।

রোববার (১৮ ডিসেম্বর) বিকালে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর গ্রামের নিজ বাড়ির আঙ্গিনায় পারিবারিক কবরস্থানে দলীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ এলাকাবাশীদের নিয়ে বাবার কবর জিয়ারত ও দোয়-মোনাজাত করেন।উপস্থিত ছিলেন বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি এ্যাড, মহসিন মন্টু ,বরিশাল জেলা দক্ষিন বিএনপি সদস্য এ্যাড, সাদিকুর রহমান লিঙ্কন,জেলা বিএনপি সদস্য কামরুজ্জামান মিজান মিয়া, বরিশাল জেলা মহিলা দল সভাপতি ফাতেমা রহমান,বরিশাল জেলা মৎস্য দলের আহবায়ক রুস্তুম মল্লিকসহ বিভিন্ন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
বরিশাল থেকে জেলা বিএনপি নেতা কর্মীদের নিয়ে নেহালগঞ্জ ফেরিপার হয়ে চন্দ্রমোহন এলাকায় পা পড়ার সাথে সাথে পূর্ব থেকে ফেরিঘাটে  বিএনপি দলীয় নেতা কর্মীরা রাজনকে ফুলের শুভেচ্ছা জানিয়ে মোটর সাইকেল বহরে করে নিজ বাড়িতে নিয়ে যায়।প্রায় আট বছর পর গত ৯ ডিসেম্বর শুক্রবার দেশে ফিরে আবারও স্থায়ীভাবে রাজনীতির ঘোষণা দিয়েছেন রাজন। রাজধানীর গোলাপবাগে গণসমাবেশেও অনুসারীদের নিয়ে শোডাউন করে রাজনীতিতে ফের পদচারণার জানান দেন তিনি। রাজনের ফেরায় বরিশাল বিএনপিতে নানা মেরুকরণের আভাস মিলছে। সংশ্লিষ্টরা বলছেন, গত আট বছর রাজনবিহীন বরিশাল বিএনপিতে ব্যাপক ওলট- পালট হয়েছে। হামলার জন্য দায়ী করে যাদের বিরুদ্ধে রাজন মামলা করেছিলেন, তাদের অনেকে ছিটকে গেছেন। কেউ কেউ কেন্দ্রীয় রাজনীতিতে শক্ত অবস্থানে রয়েছেন।হঠাৎই গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশে যোগ দিয়ে সৃষ্টি করেছেন নতুন আলোচনার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ বরিশাল বিএনপির এক সময়ের জনপ্রিয় নেতা নজরুল ইসলাম রাজন।

দেশে আসার আগে গত ১৫ নভেম্বর থেকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে একাধিকবার দেখা করেন বরিশাল বিএনপির এই নেতা। এরপর ২২ নভেম্বর যুক্তরাজ্য বিএনপির বরিশাল বিভাগ শাখা তাকে সংবর্ধনা দেয়।তারেক রহমানের আগ্রহে রাজন বরিশালের রাজনীতিতে ফিরছেন বলে তাঁর অনুসারীদের দাবি।

বরিশালে ফিরে নজরুল ইসলাম রাজন বলেন তিনি সকলের ভালবাসা ও দলীয় মনের টানে আবার বরিশাল জেলা বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছেন। এখন থেকে দলীয় নেতা কর্মীদের মধ্যে তার থাকবে না কোন দুরুত্ব।

২০১১ সালে বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহের গাড়িতে বসা অবস্থায় দলেরই অন্য গ্রুপের লোকজন কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। এ ঘটনায় হত্যাচেষ্টা মামলায় তৎকালীন জেলা বিএনপির আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ারকে আসামি করা হয়।

গত বছর ৩ নভেম্বর সরোয়ারের নেতৃত্বাধীন মহানগর কমিটি বিলুপ্ত করে তাঁর বিরোধীদের পদায়ন করে আহ্বায়ক কমিটি করা হয় ।তবে রাজন দেশ ছাড়ার আগেই হত্যাচেষ্টার মামলা প্রত্যাহার করে নেন।এক পর্যায়ে ২০১৪ সালের শেষ দিকে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। 

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজন বরিশাল জেল বিএনপির সাধারণ সম্পাদক এবং বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় ২০১১ সালের ১১ মে দলের প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হন তিনি।