কীর্তনখোলা নদীতে ভ্রমণে গিয়ে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

কীর্তনখোলা নদীতে বন্ধুদের সঙ্গে ভ্রমণে গিয়ে ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) থেকে পড়ে নিখোঁজ হয়েছে ফাহাদ হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফাহাদ বরিশাল শহরের ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুব হাসানের ছেলে ও বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, ৯৯৯-এর মাধ্যমে তারা ট্রলার থেকে একটি ছেলে কীর্তনখোলা নদীতে পরে গিয়ে নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন। সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ডের সহায়তায় নদীতে তল্লাশি অভিযান শুরু করেছেন।
তিনি আরও জানান, স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি বিকেলে বরিশাল সরকারি জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০-১২ জন এসএসসি পরীক্ষার্থী ট্রলার নিয়ে নদীতে ঘুরতে বের হয়। কিছু সময় পরে ফাহাদ হাসান নামে ওই পরীক্ষার্থী নদীতে পরে নিখোঁজ হয়।
বন্ধু ইকবাল মাহফুজ জানান, তারা নগরের লঞ্চঘাট সংলগ্ন খেয়াঘাট থেকে ট্রলার নিয়ে ত্রিশ গোডাউনের উদ্দেশে রওয়ানা দেন। সবাই একসঙ্গে ট্রলারে বসা ছিলেন, কিছু দূর যাওয়ার পর হঠাৎ ফাহাদ অচেতন হয়ে নদীতে পরে যায়। সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন দেওয়া হয়। এরপর পুলিশ এসে নদীতে খোঁজ চালাচ্ছে।
ট্রলারের মাঝি মো. মাসুদ হাওলাদার বলেন, একঘণ্টা নদীতে ঘুরে বেড়ানোর চুক্তিতে তারা ট্রলার ভাড়া নেয়। শুরু থেকেই তারা আমার পেছনে বসা ছিল। মাঝনদীতে যাওয়ার পর হঠাৎ একজন বলে উঠে ওই ছেলে নদীতে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ট্রলার ঘুরিয়ে ফেলি, কিন্তু তার আর সন্ধান পাইনি। তবে ওই জায়গাতে জুতা ভাসতে দেখেছি।