কুমিল্লায় কাউন্সিলর হত্যা: অস্ত্র-গুলি উদ্ধার

কুমিল্লায় কাউন্সিলর হত্যা: অস্ত্র-গুলি উদ্ধার

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পর দুটি এলজি, একটি পাইপগান, বোমাসদৃশ বস্তু, জামা ও ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে নগরের সংরাইশ বড় পুকুরপাড় এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনওয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ধারণা, কাউন্সিলর সোহেলকে হত্যায় এসব অস্ত্র ব্যবহৃত হয়ে থাকতে পারে।

ওসি আনওয়ারুল আজম বলেন, দুপুরে গোপন সংবাদ পেয়ে পুলিশ সংরাইশ এলাকায় রহিম ডাক্তারের বাসার গলিতে একটি টিনশেড ভবনের সীমানাপ্রাচীরঘেরা একটি স্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

সেখান থেকে তিনটি কালো স্কুল ব্যাগের ভেতর দুইটি এলজি, একটি পাইপগান, ১২ রাউন্ড ৩০৩ রিইফেলের গুলি এবং কালো টেপ মোড়ানো কৌটার মত অবিস্ফোরিত ১৫/২০টি হাতবোমা, একটি লোহার রড ও দুইটি কালো জামা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

হত্যাকাণ্ডের স্থান থেকে এই অস্ত্র উদ্ধারের স্থানের দূরত্ব আনুমানিক ৫০০ মিটার।

গতকাল সোমবার বিকালে কুমিল্লা নগরের পাথুরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে খুন হন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল ও ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হরিপদ সাহা। এতে আরও চারজন গুলিবিদ্ধ হন।