কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৬

কুষ্টিয়ায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। লকডাউনেও থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। গত একদিনে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনের করোনায় ও ৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার।
তিনি বলেন, গত একদিনে জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৩৪ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৯৬ জন, দৌলতপুরের ৪৭ জন, কুমারখালীর ৩৯ জন, ভেড়ামারার ১৭ জন, মিরপুরে ১৬ জন ও খোকসার ১৯ জন রয়েছেন।
এখন পর্যন্ত জেলায় ৬৭ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। তার মধ্যে ৬৬ হাজার ১০৬ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। আর হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ১৮৭ ও করোনা উপসর্গ নিয়ে ৮৭ মোট ২৭৪ জন ভর্তি রয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলছে। বিধিনিষেধ প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে ৫৭ জনের কাছ থেকে ৪৩ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত। জেলায় সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।