কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭

কুষ্টিয়ায় ডেডিকেটেড হাসপাতালে একদিনে আক্রান্তে ১৪ জন এবং ইপসর্গে ৩ জনসহ ১৭ জন মারা গেছেন। শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত এদিনে জেলায় ৮৯২ জনের নমুনা পরীক্ষা করে ২৪৫ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৪৪ শতাংশ।