ধর্মে-ধর্মে বন্ধন খানিকটা ক্ষতিগ্রস্থ হয়েছে : সংস্কৃতিক প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেছেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা কিছুটা নস্ট হয়েছে। গত দুর্গাপূজার সময় কুমিল্লায় এবং রংপুরে যে ঘটনা ঘটেছে সেখানে আমাদের সামাজিক ও ধর্মে-ধর্মে বন্ধন খানিকটা ক্ষতিগ্রস্থ হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) বিকেলে বরিশালে ৫ দিনব্যাপী বিভাগীয় পিঠা উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ জেলা কমিটির আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ৫ দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক মহামারী করোনায় স্বাভাবিক কর্মকান্ড বিঘ্নিত হছে। সাংস্কৃতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। সংক্রামন নিয়ন্ত্রন আসায় ফের সাংস্কৃতিক কর্মকান্ড বেগবান করা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা সহ সারা দেশে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। লোকজ সাংস্কৃতি ফিরিয়ে আনতে সারা দেশে পর্যায়ক্রমে পিঠা উৎসবের আয়োজন করার কথা বলেন প্রতিমন্ত্রী।
নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচিত করতে সারাদেশে প্রতি বছর পিঠা উৎসবের আয়োজন করা হবে। অন্যান্য ফাস্ট ফুডের মতো জেলায় জেলায় পিঠার দোকান করতে সকলের প্রতি আহ্বান জানান জাতীয় পিঠা উৎসব আয়োজক কমিটির কেন্দ্রিয় সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক এবং নাট্য ব্যক্তিত্ব ম. হামিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ জেলা কমিটির আহ্বায়ক শুভংকর চক্রবর্তী ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস সহ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসবে অংশগ্রহনকারী উদ্যোক্তা জাহানারা পারভীন অনা বলেন, পিঠার বানিজ্যিক রূপ দিতে পারলে উন্নয়ন হবে। এ জন্য সরকারের পৃষ্ঠপোষকতা দাবী করেন তিনি।
আয়োজক কমিটির স্থানীয় আহবায়ক শুভঙ্কর চক্রবর্তী জানান, বরিশাল শিল্পোকলা একাডেমি চত্তরে আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে পিঠা উৎসব । প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় পিঠা তৈরি, প্রদর্শনী ও বিক্রি করা হবে। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত পিঠা বেচা-কেনার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।