কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে ড্রেন নির্মানে বাধা , জলাবদ্ধতা স্থায়ী রূপ

কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে ড্রেন নির্মানে বাধা , জলাবদ্ধতা স্থায়ী রূপ

পর্যটন কেন্দ্র কুয়াকাটা আদিবাসি রাখাইন মহিলা মার্কেট মাঠে ড্রেন নির্মানে বাধার কারনে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। পচাঁ পানি দূর্গন্ধ ছড়াচ্ছে ও মশার প্রজনন কেন্দ্রে পরিনত হয়েছে।ডেঙ্গুসহ মশাবাহী পরিবেশ দূশনে স্থানীয় ব্যাবসায়ী সহ আগত পর্যটকদের দূর্ভোগে পরিনত হয়েছে। 

স্থানীয়রা জানান,সামান্য বৃষ্টি হলেই মাঠ তলিয়ে যায়। ব্যাবসায়ী ও পর্যটকরা চরমদূর্ভোগে পরেছে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায়।  অপরদিকে জলাবদ্ধ পানিদিয়ে রাখাইন মহিলা মার্কেট সংলগ্ন সড়টিতে গাড়ি রেখে পরিস্কার করায় যানজট সৃষ্টি হচ্ছে।  

এব্যাপারে কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লার কাছে জানতে চাইলে তিনি জানান,স্থানীয় আদিবাসী রাখাইন ও স্থানীয় মনির ভূাইয়াকে দায়ী করেন।তিনি আরও বলেন মাঠের পূর্ব দিকদিয়ে নির্মানাধীন ড্রেনের কাজ বাধা দেয়ায় কাজ বন্ধ রয়েছে।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাবস্থা নেবেন বলে জানান।