“বোমাতঙ্ক”এয়ার ইন্ডিয়ার বিমানে , লন্ডনে জরুরি অবতরণ

“বোমাতঙ্ক”এয়ার ইন্ডিয়ার বিমানে , লন্ডনে জরুরি অবতরণ
বোমা আতঙ্কে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান লন্ডনে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানে বোমা আছে, এই খবরেই আগাম সতর্কতা অবলম্বনে জরুরি ভিত্তিতে মুম্বই থেকে নিউইয়র্কগামী ওই বিমানটির জরুরি অবতরণ করানো হয় লন্ডনে। কয়েকটি ব্রিটিশ জঙ্গিবিমানের পাহারায় বোয়িংয়ের ওই ৭৭৭-৩৩৭ বিমানটি লন্ডনে নামে। স্ট্যানস্টেড বিমানবন্দর কর্তৃপক্ষও পরে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার বিমানটির জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছে। “এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৭৭ বিমান দিক বদলে স্থানীয় সময় সোয়া ১০টার দিকে স্ট্যানস্টেড বিমানবন্দরে নামে। অ্যাসেক্সের পুলিশও উপস্থিত হয়েছে। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য খানিকটা দূরে সেটিকে পার্ক করা হয়েছে,” বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণের কারণে সামান্য বিঘ্ন হলেও কিছু সময় পর বিমানবন্দরের কার্যক্রম ফের সচল হয়, জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। তাৎক্ষণিকভাবে এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের কাছ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে ট্যুইট করে জানানো হয়, ‍“এআই ‌১৯১ মুম্বই থেকে নিউইয়র্কগামী বিমানে বোমা আছে" এই হুমকি পেয়ে জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণ করানো হয়েছে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে”। যদিও পরে সেই টুইট ডিলিট করে দেওয়া হয়। বলা হয়, 'এ বিষয়ে আপডেট জানানো হবে।' বৃহস্পতিবার ভোরে মুম্বই থেকে নিউ জার্সির নেওয়ার্ক লিবারটি আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দিয়েছিল বিমানটি। সূত্র : রয়টার্স