মানুষের জান ও মালের নিরাপত্তার জন্যই শান্তি সমাবেশ ঝালকাঠিতে আমির হোসেন আমু

আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সম্বনয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু বলেছেন, দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা বিধান করার জন্যই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে। এই শান্তি সমাবেশ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। আমির হোসেন আমু আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে, আমরা চাই সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে তাদের জনপ্রিয়তা প্রমাণ করুক।
আজ সকালে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন।
দলীয় কার্যালয়ের সামনের সড়কে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলমের সভাপতিত্বে শান্তি সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাভোকেট খান সাইফুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকারসহ আরো অনেকে।
শান্তি সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।