কুয়াকাটায় বিচ কার্নিভাল

কুয়াকাটায় বিচ কার্নিভাল
সূর্যোদয় ও সূর্যাস্তের সমুদ্র সৈকত সাগরকন্যা কুয়াকাটায় মহা আয়োজনে সি-বিচ কার্নিভাল আগামী ২৭ ও ২৮ জুন অনুষ্ঠিত হবে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় এ মেঘা বিচ কার্নিভাল হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২০ জুন) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে পূর্ব প্রস্তুতি সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক। পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুল ইসলাম। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হেমায়েত উদ্দিন, জেলা পুলিশের প্রতিনিধি গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাকির হোসেন, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুয়াকাটা ও কলাপাড়া পৌর মেয়রসহ সংশ্লিষ্ট সব দফতর ও সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হেমায়েত উদ্দিন জানান, পর্যটন শিল্প বিকাশে ও কুয়াকাটাকে বিশ্বের বুকে তুলে ধরতে সরকারের নানামুখী উদ্যোগের অংশ হিসেবে মেঘা বিচ কার্নিভাল হবে। তিনি আরও বলেন কর্মসূচি চলাকালীন জাতীয় পর্যায়ে শিল্পীদের পরিবেশনাসহ থাকবে নান্দনিক আয়োজন। হোটেল-মোটেল ও দর্শনীয় স্থানগুলো সাজবে নতুন সাজে। পর্যটকদের নিরাপত্তা ও সব ব্যবস্থাপনায় এখন থেকেই কাজ শুরু হয়েছে।