কৃষক বাঁচাতে তরমুজ ক্রয় করে,দরিদ্রদের মাঝে বিতরন এমপি মুকুলের
ভোলা বোরহানউদ্দিন সামাজিক দূরত্ব বজায় রেখে তরমুজ বিতরণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্তদের মাঝে তরমুজ বিতরণ করা হয়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজী, পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, সাবেক ছাত্র নেতা তৈয়বুর রহমান প্রমূখ।
এমপি মুকুল বলেন, ভোলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। কিন্তু করোনার প্রভাবে এসব তরমুজ ভোলার বাহিরে রপ্তানি করা যাচ্ছে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে কৃষকদের বাচাঁতে তাদের কাছ হতে ১০০০ হাজার তরমুজ করে অসহায় মানুষের মাঝে বিতরণ করছি। তিনি আরো বলেন, সকলে সর্তক থাকুন, ঘরে থাকুন, সরকারের নির্দেশনা মেনে চলুন।