বরিশাল শেবাচিমের আইসিইউ বিভাগে স্থায়ী জনবল নেই,সেবা ব্যহত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতলের করোনা ওয়ার্ডের আইসিইউ বিভাগে করোনাকালের এক বছরেও স্থায়ী জনবল নিয়োগ হয়নি। এ কারণে প্রত্যাশিত সেবা পাচ্ছেন না করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীরা। ব্যবস্থাপনা দুর্বলতার কারণে বেশিরভাগ মুমূর্ষ রোগীদের পাঠিয়ে দেয়া হয় ঢাকায়। জরুরী মুহূর্তে আইসিইউ বেড না পাওয়ায় অনেক রোগী মারা যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষও করোনা ওয়ার্ডের আইসিইউ বিভাগে রোগীদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে না পাড়ার ব্যর্থতা স্বীকার করেছে।
শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় গত বছর ১২টি আইসিইউ বেড স্থাপন করা হয়। গতকাল সোমবার শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা পজেটিভ ১৪জন রোগী ভর্তি ছিলো। এর মধ্যে ৮জন মুমূর্ষু রোগী চিকিৎসাধীন ছিলো আইসিইউ বেডে। তবে আইসিইউ বিভাগে দায়িত্বপালনকারী চিকিৎসকরা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ নয়। এ্যানেসথেসিয়া বিভাগসহ অন্যান্য বিভাগ থেকে ধার করে চিকিৎসক এনে আইসিইউ সচল রাখার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এতে মান সম্পন্ন চিকিৎসা নিশ্চিত করতে পারছেন না তারা। জনবল সংকটের কারণে অনেক সময় মুমূর্ষু রোগীদের পাঠিয়ে দেয়া হয় ঢাকায়।
এই অবস্থার উত্তরণে আইসিইউ বিভাগে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ চিকিৎসকসহ স্থায়ী জনবল পদায়ন করা জরুরী বলে মনে করেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মনিরুজ্জামান।