কেন তিন সংস্করণে সাকিব

কেন তিন সংস্করণে সাকিব

নেইমার তখন সান্তোসের খেলোয়াড়। ইউরোপের বড় বড় ক্লাবের নজর তার ওপর। ব্রাজিল থেকে তার ইউরোপে আসা নিয়ে কত আলোচনা আর সংবাদমাধ্যমে খবর ছাপা হয়েছে, হিসাব দেওয়া কঠিন। সাকিব আল হাসানের টেস্ট খেলা না খেলা নিয়েও অবস্থা তেমন। বরং নেইমারের দলবদল ইস্যুর চেয়ে বেশি!

কারণ নেইমার বার্সেলোনায় যোগ দেওয়ার আগে যা ঘটেছিল, তার বেশিরভাগ ছিল গুঞ্জন কিংবা কোনও সূত্রের তথ্য হিসেবে। কিন্তু সাকিবের ক্ষেত্রে তার টেস্ট খেলতে না চাওয়ার বিষয়টি তো দিনের আলোর মতো পরিষ্কার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্টই জানিয়েছেন, এই অলরাউন্ডার টেস্ট খেলতে চান না। আর বর্তমানে যা ঘটছে তার দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলতে না যাওয়া নিয়ে, তাতে করে লাল বলের ক্রিকেটে সাকিবের অনিচ্ছা আরও পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, এত কিছুর পরও নতুন কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণেই আছেন বাঁহাতি অলরাউন্ডার!

বলার অপেক্ষা রাখে না টেস্ট মিলিয়েই তিন সংস্করণ। তাহলে প্রশ্ন হলো, সাকিব কেন সব ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে আছেন? সেটির ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন, নির্বাচকদের কাছে তথ্য আছে, সাকিব সব ফরম্যাটেই খেলতে রাজি।

বৃহস্পতিবার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। আর (শুক্রবার) সংবাদমাধ্যমকে নান্নু বলেছেন, ‘ও (সাকিব) ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম নিয়েছে, দক্ষিণ আফ্রিকা সফর থেকে। তারপর থেকে ও এভেইলেবল। আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী তিন ফরম্যাটের জন্যই ও এভেইলেবল আছে।’

কিন্তু সাকিব তো টেস্ট খেলতে চান না, তাহলে কেন তিন সংস্করণে? প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘ও অনেক বড়মাপের খেলোয়াড়। বিশ্বের সেরা অলরাউন্ডারের একজন। ওর কাছে সবসময় সেরাটাই আমরা চাই। সেজন্য ওকে তিন ফরম্যাটেই রাখা হয়েছে।’

২০২২ সালে বাংলাদেশের ব্যস্ত সূচি। খেলোয়াড়ও প্রয়োজন বেশি। তাছাড়া দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে সাকিবের কাছে আলাদা প্রত্যাশাও আছে। সবচেয়ে বড় কথা, কেন্দ্রীয় চুক্তির এই তালিকা নির্বাচকরা নাকি এক মাস আগেই জমা দিয়েছিলেন, ‘যেহেতু এ বছর আমাদের অনেক খেলা আছে। আগামী এক বছর আমরা সাকিবের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স চাচ্ছি। আমরা প্রায় এক মাস আগে এই তালিকা জমা দিয়েছি। ও এলে অবশ্যই কথা বলবো।’
সঙ্গে যোগ করেছেন, ‘২০২২ সালে তিন ফরম্যাটে অনেক খেলা আছে। সে হিসেবে আমাদের অনেক খেলোয়াড় লাগবে। সেরা খেলোয়াড়কে আমরা সবসময়ই তিন ফরম্যাটে চাই। আশা করছি রিফ্রেশ হয়ে ফিরে এসে তিন ফরম্যাটেই খেলবে (সাকিব)।’