কোস্টগার্ডের ট্রাকের সঙ্গে পুলিশের টহল পিকাপের মুখোমুখি সংঘর্ষ ৪ পুলিশ আহত

কোস্টগার্ডের ট্রাকের সঙ্গে পুলিশের টহল পিকাপের মুখোমুখি সংঘর্ষ ৪ পুলিশ আহত

বরিশালের গৌরনদী উপজেলায় কোস্টগার্ডের ট্র্রাকের সঙ্গে পুলিশের টহল পিকাপের মুখোমুখি সংঘর্ষে একজন উপ-পরিদর্শক সহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। দুর্ঘটনায় পুলিশের নতুন একটি টহল পিকাপ বিধ্বস্ত হয়। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পিকাপে থাকা অপর দুই কনস্টেবল অক্ষত রয়েছে। 

গত বুধবার রাত ৮ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
আহতরা হলেন গৌরনদী থানার উপ-পরিদর্শক মো. আরিফ, সহকারী উপ-পরিদর্শক মো. আমিনুল, কনস্টেবল রিয়াজ ও ড্রাইভার কনস্টেবল মো. রহমান। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, কোস্টগার্ডের একটি ট্রাক ঢাকা মালামাল নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো। বুধবার রাত ৮ টার দিকে ট্রাকটি গৌরনদীর বার্থী এলাকা অতিক্রমকালে থানার একটি টহল পিকাপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নতুন পিকাপটি বিধ্বস্ত হয়। আহত হয় পুলিশের ওই ৪ সদস্য। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি।