খালেদা জিয়াকে সন্ধ্যায় বাসায় নেওয়া হবে

খালেদা জিয়াকে সন্ধ্যায় বাসায় নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল থেকে তার গুলশানের বাসায় নেওয়া হবে। 

আজ শুক্রবার দুপুরে  এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এ জন্য তার হার্টের বাকি ব্লক সরিয়ে রিং পড়ানো যায়নি। বর্তমানে তাকে তরল খাবার দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি হলে তার ব্লক অপসারণ করে রিং পড়ানো হবে।  

তিনি বলেন, এর আগে বিকেল ৩টায় এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন।

গত ১০ জুন দিবাগত রাত ৩টায় বাসায় অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির পর ১১ জুন এনজিওগ্রাম করে হার্টে ব্লক পাওয়ায় একটি রিং পড়ানো হয়। ১৭ জুন তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। শুক্রবার তাকে বাসায় নেওয়া হবে।