তাপসের আসনে আওয়ামী লীগের প্রার্থী সফিউল ইসলাম মহিউদ্দিন

তাপসের আসনে আওয়ামী লীগের প্রার্থী সফিউল ইসলাম মহিউদ্দিন

শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেয়া আসনে (ঢাকা-১০) আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন শফিউল ইসলাম মহিউদ্দিন। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে গণভবনে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া যশোর-৬ আসনে শাহীন চাকলাদার, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম, বাগেরহাট-১ আসনে আমিরুল আলম মিলন, বগুড়া-১ আসনে সাহাদার মান্নান মনোনয়ন পেয়েছেন।