খালেদা জিয়ার মৃত্যুর পর জানাজার নামে ঢাকা শহর অচল করে দেয়ার পরিকল্পনা করছে বিএনপি

খালেদা জিয়ার মৃত্যুর পর জানাজার নামে ঢাকা শহর অচল করে দেয়ার পরিকল্পনা করছে বিএনপি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, হায়াত-মৌয়ুত আল্লাহর হাতে। যদি খালেদা জিয়ার কিছু হয়, ওনার মৃত্যুর পর কিভাবে তারা (বিএনপি) তার জানাজা পড়াবেন, কিভাবে সারাদেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করে নামে অবস্থান ধর্মঘট করে ঢাকা শহর অচল করে দেবেন সেই পরিকল্পনা করছে। তারা গরুর বায়না দিয়েছেন, কিভাবে খাওয়াবেন সে ব্যবস্থারও প্রস্তুতি নিচ্ছেন।

পার্বত্য শান্তি চুক্তির ২ যুগ পূর্তি উপলক্ষ্যে চুক্তির প্রনেতা বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর নিজ জেলা বরিশালে আজ বৃহস্পতিবার বিকেলে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আশংকার কথা বলেন তিনি। নগরীর ফজলুল হক এভিনিউতে মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাছিম আরও বলেন, পাহাড়ে শান্তি ফিরুক বিএনপি তা কখনই চায়নি। তারা পাহাড়ি আর বাঙ্গালীর মধ্যে বিভাজন তৈরী করে রেখেছিলো। তারা সাম্প্রদায়িক রাজনীতি করে এখন রাস্ট্র দখলের চেষ্টা করছে। তবে অশান্তির রাজনীতি করলে তাদের দাঁত ভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক বলেন, যদি খালেদা জিয়ার চিকিৎসা না হয়, তার জন্য বিদেশ থেকে অনেক বড় ডাক্তার এনে চিকিৎসা করান। ওনারা সেই চেষ্টা করেননি। ওনারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কে কার চাইতে বড় নেতা হবেন সেই দেনদরবারে ব্যস্ত।


সমাবেশের উদ্বোধক ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সরোয়ার রাজিবের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু, মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়।

এছাড়া মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, মহানগরের সহসভাপতি সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, সহসভাপতি চেম্বার সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।সমাবেশ শেষে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এর আগে বেলা ১২টার পর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগের সমাবেশে যোগ দেয়। ফজলুল হক এভিনিউতে সমাবেশ হলেও সার্কিট হাউজ থেকে জেলখানা মোড় পর্যন্ত সদর রোড, চকবাজার, গীর্জা মহল্লা, কাঠপট্টি, বান্দ রোড সহ আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে লোকসমাগম। এ কারনে দুপুরের পর এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।