প্রধানমন্ত্রী সীমান্তে গুলি থামাতে পারছে না: সরোয়ার

প্রধানমন্ত্রী সীমান্তে গুলি থামাতে পারছে না: সরোয়ার

বরিশালে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, এই সরকারের সময়ে বাংলাদেশ সীমান্তে প্যালেস্টাইনের চেয়েও খারাপ অবস্থা বিরাজ করছে। প্রধানমন্ত্রী সীমান্তে গুলি থামাতে পারছে না।

ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যার প্রতিবাদে বরিশালে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন অনুষ্ঠানে এসব কথা বলেন মজিবর রহমান সরোয়ার।

সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, দেশের সীমান্ত ও মানুষের জানমাল-সম্পদ কোন কিছুই নিরাপদ নয়। এই ব্যর্থ সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সবকিছু ভারতের কাছে বিলিয়ে দিচ্ছে। ভারতকে বাংলাদেশ সরকার পরম বন্ধু বানিয়ে দেশের অনেক সম্পদ দিয়ে দিয়েছে। এখন তারা নির্বিচারে সীমান্তে পাখির মত মানুষ হত্যা করছে। কিন্তু এ সরকারের কণ্ঠে কোন প্রতিবাদ নেই। প্রধানমন্ত্রী বিএসএফ-এর গুলি থামাতে পারছে না।

এ সময় মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, রফিকুল ইসলাম রুনু সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লবসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সমাবেশ শুরুর আগে মজিবর রহমান সরোয়ার দলীয় কার্যলয়ের সামনে পৌঁছলে মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক তাকে কালো ব্যাজ পড়িয়ে কর্মসূচির উদ্ধোধন করেন। 

এদিকে বিএনপির কর্মসূচি উপলক্ষ্যে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।