খুলছে কক্সবাজারের হোটেল-মোটেল

খুলছে কক্সবাজারের হোটেল-মোটেল

আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুন) থেকে সীমিত পরিসরে কক্সবাজারের হোটেল-মোটেল খুলে দেওয়া হচ্ছে। তবে পর্যটনকেন্দ্র সৈকত যথারীতি বন্ধ থাকবে।

গত সোমবার জেলা প্রশাসন থেকে এ সিদ্বান্ত জানানো হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, পর্যটন সংশ্লিষ্ট লোকজনের দাবির মুখে সীমিত পরিসরে হোটেল-মোটেল খুলে দেওয়ার সিদ্বান্ত নেওয়া হয়েছে। তবে পর্যটকদের জন্য নয়, শুধু সরকারি-বেসরকারি অত্যাবশ্যকীয় দাপ্তরিক কাজে যারা কক্সবাজার আসবেন তাদের জন্য এ সিদ্বান্ত নেওয়া হয়েছে। তবে কোনো পর্যটককে হোটেল কক্ষ ভাড়া দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, হোটেল-মোটেল সংশ্লিষ্ট লোকজনের জীবন-জীবিকা এবং দাপ্তরিক কাজে কক্সবাজার আসা মানুষের বিষয়টি বিবেচনা করে এ সিদ্বান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জরুরি প্রয়োজন ছাড়া কাউকে হোটেল কক্ষ ভাড়া দেওয়া যাবে না, হোটেলের সর্বোচ্চ ৫০ শতাংশ কক্ষ ভাড়া দেওয়া যাবে, প্রতিটি হোটেলে স্বাস্থ্যবিধি মেনে হোটেল-মোটেল পরিচালনা করতে হবে। এছাড়াও আরও নানা শর্ত জুড়ে দিয়ে সীমিত পরিসরে হোটেল-মোটেল খোলা যাবে।