খুলনায় আওয়ামী লীগের কমিটিতে ৭ সাংবাদিক

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে স্থানীয় সাতজন সাংবাদিক দায়িত্ব পেয়েছেন। গত রবিবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগ কমিটির সদস্যদের নাম ঘোষনা করে।
দায়িত্বপ্রাপ্তরা হলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি পদে খুলনা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দপ্তর সম্পাদক পদে খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পদে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট, মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদে খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার অধ্যক্ষ ফ ম ছালাম খুলনা এবং ভারত বিচিত্রা পত্রিকার সম্পাদক নান্টু রায়।
এদিকে, আওয়ামী লীগের কমিটিতে দায়িত্ব পাওয়া সাংবাদিকদের অভিনন্দন জানিয়েছেন 'স্বাধীনতা সাংবাদিক ফোরাম' খুলনার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন- ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, সহ-সভাপতি এ কে হিরু, শেখ আবু হাসান, ফারুক আহমদ, মো. সাহেব আলীসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
এক বিবৃতিতে তারা বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পাওয়া সাংবাদিকরা 'মুজিববর্ষ' ও 'স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী' উদযাপনে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে।