খুলনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার করোনায় মৃত্য

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সরোয়ার উদ্দিন (৬০)। গতকাল শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মালিক সরোয়ার উদ্দিন রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের বাঁধাল গ্রামের মৃত আত্তাপ উদ্দিন মালিকের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালিক সরোয়ার উদ্দিন অসুস্থ হলে তাকে খুমেক হাসপতালে ভর্তি করা হয়। গত ৫ ডিসেম্বর খুমেক পিসিআর ল্যাবে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। করোনা শনাক্ত হওয়ার পর মালিক সরোয়ার বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে ১১ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল শনিবার রাতে তিনি মারা যান।
তার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অসিত বরণ বিশ্বাস, কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ স ম আবদুর সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোতাবেক হোসেন, সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ-সহ স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে মালিক সরোয়ার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনার সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা-২ আসনের সাংসদ শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা-৬ আসনের সাংসদ আক্তারুজ্জামান বাবু, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ভোরের আলো/ভিঅ/১৩/১২/২০২০