ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডেঙ্গু না হলেও শুধু সন্দেহের বসেই এখন মানুষ টেস্ট করাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রায় ৬০০ জন ডেঙ্গু রোগীর টেস্ট করিয়েছেন। তাদের মধ্যে মাত্র ১৬ জনের ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। অন্যদিকে ঢাকা শিশু হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৬৩ জন টেস্ট করালেও ডেঙ্গু পজিটিভ ধরা পড়েছে মাত্র ৭ জনের। সুতরাং পরিসংখ্যান অনুযায়ী আমরা বলতে পারি, ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে।’শনিবার (৩ আগস্ট) দুপুরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।
এরআগে, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের যে কোনও দেশের তুলনায় ডেঙ্গু রোগে বাংলাদেশে সবচেয়ে কম প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট ডাক্তার, নার্স থেকে সবাই এই কৃতিত্বের দাবিদার।’ তিনি বলেন, ‘গোটা বিশ্বের চিকিৎসাসেবায় বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। কারণ ডেঙ্গু রোগে একমাত্র বাংলাদেশেই সবচেয়ে কম প্রাণহানি ঘটেছে এবং সম্পূর্ণ বিনামুল্যে ডেঙ্গু রোগের চিকিৎসাসেবা, রক্ত পরীক্ষার উদোগ নেওয়া হয়েছে। এ রকম সুযোগ আর কোথাও নেই।’
এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, ডেঙ্গু পরীক্ষার কীটের সংকট হলে ওষুধ প্রশাসন অধিদফতরের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে হবে। যার নম্বর ০১৭০৮৫০৬০৪৭।