গণতন্ত্র-ভোটাধিকার নষ্ট করায় আরও নিষেধাজ্ঞা আসবে

গণতন্ত্র-ভোটাধিকার নষ্ট করায় আরও নিষেধাজ্ঞা আসবে

দেশের গণতন্ত্র ও ভোটাধিকার নষ্ট করায় ভবিষ্যতে আরও নিষেধাজ্ঞা আসবে বাংলাদেশে। এমনকি জাতিসংঘ থেকেও নিষেধাজ্ঞা আসতে পারে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক কনভেনশনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এ আশঙ্কার কথা জানান।

বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আগ্রাসনবিরোধী কনভেনশনে তিনি আরও বলেন, বর্তমানে অধিকারবিহীন দেশে বাস করছে জনগণ। বিএনপির নেতাকর্মীদের বাক্‌স্বাধীনতা হরণ করে প্রতি মুহূর্তে ধরপাকড় চালাচ্ছে ফ্যাসিবাদী এই সরকার।

এ সময় ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তির মীমাংসা করারও আহ্বান জানান সাবেক এই পানিসম্পদ মন্ত্রী।