গণধর্ষণ মামলায় যুবদলের সদস্য নয় ধর্ষক মহসিন: দক্ষিণ জেলা যুবদলের সংবাদ সম্মেলন

কুমিল্লার দক্ষিণ জেলা যুবদল নাঙ্গলকোটের সাম্প্রতিক গণধর্ষণ ঘটনায় অভিযুক্ত মহসিনের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই বলে জানিয়েছে। বুধবার বিকেলে নগরীর কান্দিরপাড়ে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন যুবদল নেতারা।
দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, “নাঙ্গলকোটে গণধর্ষণের ঘটনায় আমাদের সংগঠনের কোনো নেতাকর্মী জড়িত নয়। অভিযুক্ত মহসিন যুবদলের কোনো পদে নেই এবং তিনি প্রাথমিক সদস্যও নন। বরং প্রতারণার মাধ্যমে যুবদলের নাম ব্যবহার করে আমাদের সংগঠনের সুনাম ক্ষুণ্ন করেছেন। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং থানায় মামলা দায়ের করব।”
তিনি আরও জানান, মহসিনকে যুবদলের নেতা বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি প্রশাসনের প্রতি অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আহ্বান জানান এবং এ কাজে যুবদল সব ধরনের সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সাইফুল ইসলাম রনি, অ্যাডভোকেট মাহবুবুল হাসান, এবং তুষার পাল।
যুবদল নেতারা জানান, মহসিনের কর্মকাণ্ডে দলের সুনামহানি হওয়ায় তারা এ ধরনের প্রতারণা প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। একই সঙ্গে প্রশাসনকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার অনুরোধ জানান।