গত ২৪ ঘণ্টায় মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় নতুন শনাক্ত কিছুটা বেড়েছে। বেড়েছে শনাক্তের হারও। তবে আগের দিনের মতো মৃত্যুহীন রয়েছে দেশ।
সোমবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা) পর্যন্ত করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৭ জন। আগের দিন (২৪ এপ্রিল) শনাক্ত হয়েছে ২৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪৩ শতাংশ। রবিবার শূন্য দশমিক ৪১ শতাংশের কথা জানিয়েছিল অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। দেশে এ নিয়ে টানা পাঁচ দিন করোনায় কারও মৃত্যু নেই।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, নতুন শনাক্ত হওয়া ২৭ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জন। আর এখনও পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৯ হাজার ১২৭ জন।
করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৯ জন। তাদের নিয়ে দেশে এখনও পর্যন্ত মোট ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৬ হাজার ৩৪৮টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৫১টি।
দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ১৯৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ ৪৩ হাজার ৮০৯টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ২৪ হাজার ৩৮৬টি।
দেশে এখনও পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯৯ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।