গরু পারলে আমরা কেন কচুরিপানা খেতে পারব না

গরু পারলে আমরা কেন কচুরিপানা খেতে পারব না

সবাইকে কচুরিপানা খাওয়ার পরামর্শ দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না!

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কৃষি গবেষণায় অবদান রাখায় দু’জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তারা হলেন- ড. এম এ রহীম এবং ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী বলেন, কচুরিপানা নিয়ে কিছু করার যায় কি-না। কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনো মতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন? এ বিষয়ে গবেষণারও তাগিদ দেন মন্ত্রী।

এসময় তিনি সব ধরনের কৃষিপণ্যের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার কথাও বিশেষভাবে উল্লেখ করেন।

এদিকে, বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ‘জনশুমারি ও গৃহণনা ২০২১’ প্রকল্প ঢাকা বিভাগে সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন পরিকল্পনামন্ত্রী।

সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান পরিসংখ‌্যান নিয়ে প্রশ্ন উঠেছে বলে স্বীকার করে বলেন, আগামী বছরের জনশুমারি হবে নিখুঁত। আমাদের পরিসংখ্যান নিয়ে এর আগে নানা প্রশ্ন উঠেছে। তবে এবার জনশুমারি ও গৃহগণনা নিয়ে কোন প্রশ্ন থাকবে না।

তিনি বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণে নিখুঁত পরিকল্পনার কোনো বিকল্প নেই। এবার গুণগত মান ঠিক করেই জনশুমারি ও গৃহগণনা প্রকল্প বাস্তবায়ন করা হবে। পরিসংখ্যান বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাব।

সভায় ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. জাহিদুল হক সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: দা বিজনেস স্ট্যান্ডার্ড অনলাইন।