গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের (‘বি’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার প্রকশিত এ ফল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত জিএসটির ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৬৩ হাজার ৫১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে রোল ও সেট কোড না লেখায় দুই জনের ওএমআর বাতিল হয়েছে। এছাড়া তিন পরীক্ষার ওএমআর রিপোর্টিংয়ের জন্য বাতিল করা হয়। যে কারণে পাঁচ শিক্ষার্থীর ফল প্রকাশ সম্ভব হয়নি।
‘বি’ ইউনিটের পরীক্ষায় ৪০ এর ওপরে নম্বর পেয়েছে ১৯ হাজার ৫৩ জন পরীক্ষার্থী। যিনি প্রথম স্থান অধিকার করেছেন তিনি পেয়েছেন ৯৩ দশমিক ৭৫ নম্বর।
প্রসঙ্গত, রোববার (২৪ অক্টোবর) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।