বরিশালে ৭ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন

বরিশালে ৭ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন

 

বরিশালে ৭ দফা দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানও করেছে তারা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার সকাল সাড়ে ১০টায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি বরিশাল শাখার ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি বরিশাল শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ বশির উল্লাহ আতাহারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. মহিউদ্দিন খান, মাওলানা মো. মাহবুবুর রহমান, মাওলানা মো. আব্দুস ছবুর, মাওলানা মো. জাকির হোসেন, মাওলানা মো. রফিকুল ইসলাম, সোনিয়া আক্তার, রাজিয়া বেগম,  মাহফুজা আক্তারসহ অন্যান্যরা। 

মানববন্ধনে বক্তারা সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, কোড বিহীন মাদ্রাসা কোড নম্বরে অন্তর্ভূক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে শিক্ষক নিয়োগ, অফিস সহায়ক নিয়োগ, মাদ্রাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা, মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ এবং ইবতেদায়ী মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার দাবি জানান।
 
মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি দেন মাদ্রাসা শিক্ষক নেতৃবৃন্দ।