গুজবে কান দেওয়ার সময় নেই : সারজিস

গুজবে কান দেওয়ার সময় নেই : সারজিস

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বর্তমান সরকার গুজবকে হাতিয়ার বানিয়ে দেশের মানুষের মাঝে বিভাজন তৈরি করতে চাইছে। শনিবার পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট সিজন-৩ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, “ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে— গুজব। তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান দেওয়ার সময় আমাদের নেই।” তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার বিভ্রান্তি সৃষ্টি করে জনগণের মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা করছে।

স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট সিজন-৩ উপলক্ষে জেলা প্রশাসক সাবেত আলী এবং পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধনীতে বেলুন উড়িয়ে সামিটের শুভ সূচনা করা হয়।