সাঁওতাল পল্লীতে হামলার ৯ বছর পরও বিচারহীনতা, হত্যার বিচারে বিক্ষোভ

সাঁওতাল পল্লীতে হামলার ৯ বছর পরও বিচারহীনতা, হত্যার বিচারে বিক্ষোভ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে ২০১৬ সালের ৬ নভেম্বর সংঘটিত হামলা, লুটপাট, এবং হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে সাঁওতালরা। শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে আদিবাসী বাঙালি সংহতি পরিষদ এবং বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২০১৬ সালে সাহেবগঞ্জ চিনিকলের শ্রমিক ও পুলিশের সঙ্গে সংঘর্ষে সাঁওতাল পল্লীর তিন বাসিন্দা প্রাণ হারান। ওই ঘটনায় অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে মামলাও হয়, কিন্তু দীর্ঘ ৯ বছর পরও মামলাগুলোর কোনো অগ্রগতি হয়নি এবং কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি।

সমাবেশে সাঁওতাল পল্লীতে হামলার জন্য সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং তার লাঠিয়াল বাহিনীকে দায়ী করা হয়। বক্তারা বলেন, “হামলা, লুটপাট ও হত্যার ঘটনায় আবুল কালাম সরাসরি জড়িত ছিলেন। কিন্তু পুলিশ আজও তাকে গ্রেফতার করতে পারেনি।”

বক্তারা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু। পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমাণিক, এবং অ্যাডভোকেট ফারুক কবীরও সমাবেশে বক্তব্য রাখেন।