গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রী রেনে জেলওয়েগার

গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রী রেনে জেলওয়েগার

চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে রেনে জেলওয়েগার
করোনার অনিশ্চয়তায় পিছিয়ে গেল টিভি-সিনেমার অন্যতম পুরস্কারের আসর গোল্ডেন গ্লোবও। সম্প্রতি ৭৮তম আসরের ভোটের তারিখ ঘোষণা করেছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন।

ভ্যারাইটি জানায়, টিনা ফে ও অ্যামি পোহলারের সঞ্চালনায় গোল্ডেন গ্লোবের আসর বসবে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি। সাধারণত জানুয়ারির শুরুতে জমকালো আয়োজনে পুরস্কার তুলে দেওয়া বিজয়ীদের হাতে। করোনার কারণে প্রায় দুই মাস পেছাল।

তবে এটা নিশ্চিত নয়, গোল্ডেন গ্লোবের এই কিস্তিতে অতিথিরা উপস্থিত থাকবেন কি-না। এ ছাড়া অভিনেতারা কীভাবে প্রচারণায় অংশ নেবেন। সাধারণত আন্তর্জাতিক সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়— এবার কী হবে জানায়নি আয়োজকরা।

ব্যতিক্রমী অর্থে এবার গোল্ডেন গ্লোবে অন্তর্ভুক্ত হচ্ছে ১৪ মাসে মুক্তি পাওয়া সিনেমা। চলতি বছরের জানুয়ারি থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিলিজ হতে যাওয়া সিনেমা অংশ নেবে এ আসরে। অস্কারের আসরও ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ২৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নেওয়া ছবির মুক্তির পরিসরও বেড়েছে।

করোনার কারণে বছরের বড় একটা সময় থিয়েটার বন্ধ রয়েছে। মুক্তি পায়নি তেমন উল্লেখযোগ্য কোনো ছবি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এ নিয়েও রয়েছে সন্দেহ। তাই অস্কারের মতো গোল্ডেন গ্লোবও স্ট্রিমিং প্ল্যাটফর্মে রিলিজ পাওয়া ছবিকে প্রতিযোগিতার সুযোগ দিচ্ছে।

বরাবরই গ্লোল্ডেন গ্লোবের দিকে নজর থাকে সিনেপ্রেমীদের কাছে। বেশির ভাগ সময় দেখা যায়, এই আসরে পুরস্কার ও মনোনয়ন পাওয়া ছবিগুলো অস্কারে সেরার খেতাব পায়।


ভোরের আলো/ভিঅ/২৮/২০২০