গৌরনদী পৌরসভায় ঈদুল ফিতর ও ঈদুল আয্হার নামাজের জামায়াত অনুষ্ঠানের প্রস্তুতি সভা

গৌরনদী পৌরসভায় ঈদুল ফিতর ও ঈদুল আয্হার নামাজের জামায়াত অনুষ্ঠানের প্রস্তুতি সভা
বুধবার বিকেলে বরিশালের গৌরনদী পৌরসভায় গৌরনদীর কেন্দ্রীয় ঈদগা’য় আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আয্হার নামাজের জামায়াত অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী পৌরসভার মেয়র ও কেন্দ্রীয় ঈদগায় ঈদের নামাজের জামায়ত উদযাপন কমিটির আহবায়ক মোঃ হারিছুর রহমানের সভাপতিত্বে গতকাল বিকেল সাড়ে ৫টায় গৌরনদী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস সালাম, গৌরনদী গালস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, গৌরনদী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ জয়নাল খোন্দকার, পৌরসভার সচিব মোঃ শফিকুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আহছান উল্লাহ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামীলীগ নেতা মোঃ জামাল হোসেন বাচ্চু, সাবেক কাউন্সিলর শ্রমিক নেতা নুর আলম শিকদার, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ আতিকুর রহমান শামীম, পৌর কাউন্সিলর কে,এম আহসান ইমাম (খাইরুল খান), গোলাম আহাদ মিয়া রাসেল, মোঃ খোকন সিকদার, সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন খান, পৌরসভার কর আদায়কারী মোঃ মোশারফ হোসেন খন্দকার, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল প্রমুখ। সভায় গৌরনদীর কেন্দ্রীয় ঈদগা ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামায়াত সকাল ৯টায় ও পবিত্র ঈদুল আয্হার নামাজের জামায়াত সকাল ৮টায় করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।