গৌরনদীতে অগ্নিকান্ড ছয় ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি

বরিশালের গৌরনদীতে অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি এবং ২টি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক পুড়ে গেছে। আগুনে কয়েক লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডের সময় বরিশাল-ঢাকা মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো।
গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সৃষ্ট আগুন নেভাতে গিয়ে ফায়ার কর্মী মাসুম বিল্লাহসহ ৩ জন আহত হয়।
গৌরনদী ফায়ার ষ্টেশনের সাব-অফিসার আব্দুস ছালাম জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার রিপন ইলেক্ট্রিক দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী বিভিন্ন দোকানে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ২ঘন্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। এর আগেই রিপন ইলেক্ট্রিক, জাহাঙ্গীর হোসেনের ব্যাটারী চার্জের ও মাইকের দোকান, নুরুউদ্দিনের মুদি দোকান, কালুুর ফলের দোকান পুরোপুরি এবং তাজুল ডেকরেটর ও আ. রব খানের চায়ের দোকান আংশিক ভস্মিভূত হয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার ষ্টেশনের ফায়ার কর্মী মাসুম বিল্লাহসহ ৩ জন আহত হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মো. হারিছুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, এর ৯দিন আগে একই বাসস্ট্যান্ডের একটি মার্কেটে অগ্নিকান্ডে বেশ কয়েকজন ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে।