নিয়োগের দাবিতে টেকনোলজিস্টদের স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচি

স্থায়ী নিয়োগের দাবিতে স্বাস্থ্যভবন ঘিরে অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিক্যাল টেকনোলজিস্টরা। আউটসোর্সিংয়ের বদলে স্থায়ী নিয়োগের দাবিতে বুধবার সকাল ১০টার দিকে মহাখালী স্বাস্থ্যভবনের সামনে আন্দোলন শুরু হয়।
জানা গেছে, কয়েক শতাধিক মেডিক্যাল টেকনোলজিস্ট এ আন্দোলন করেছে। তাদের সংশ্লিষ্ট সবগুলো সংগঠনের নেতারাও উপস্থিত রয়েছেন এ আন্দোলনে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, আন্দোলনের খবর পেয়ে মহাপরিচাল অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ আন্দোলনাকীদের সঙ্গে কথা বলতে একজন প্রতিনিধি পাঠান। তবে তিনি আন্দোলনকরীদের সঙ্গে কথা বলেই ভেতরে চলে যান।
বনানী থানার উপ পরিদর্শক (এসআই) তবিবুর রহমান বলেন, স্থায়ী নিয়োগের দাবি সকাল থেকে তারা অবস্থান করছিল। কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে। দুপুর আড়াইটার পর থেকে তারা চলে যাওয়া শুরু করেছে।