গৌরনদীতে আনন্দ মিছিলে পরাজিত প্রার্থীর বোমা হামলায় প্রাণ গেলো ১ জনের

গৌরনদীতে আনন্দ মিছিলে পরাজিত প্রার্থীর বোমা হামলায় প্রাণ গেলো ১ জনের

 

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে বিজয়ী মেম্বরের আনন্দ মিছিলে পরাজিত প্রার্থীর বোমা হামলায় আবুবক্কর ফকির (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। এ নিয়ে গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় প্রাণ হারালো দুইজন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবু বক্করের মৃত্যু হয়। তিনি বিজয়ী মেম্বর গিয়াস উদ্দিন মৃধার সমর্থক এবং খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা। এ সময় আরো দুইজন আহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

বিজয়ী মেম্বর গিয়াস উদ্দিন বলেন, সন্ধ্যায় খাঞ্জাপুর ইউনিয়নের পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার মেম্বারের ফলাফল ঘোষণা করছিলেন। এ সময় আমাকে (গিয়াস) জয়ী ঘোষণা করার সঙ্গে সঙ্গে কেন্দ্র সংলগ্ন খালের ওপার থেকে পরাজিত প্রার্থী আরজ আলী সরদারের কর্মী-সমর্থকরা এপারে এসে বোমা হামলা চালায়। এতে আবুবক্করসহ ৩ জন গুরুতর আহত হয়। নআবুবক্করকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।