গৌরনদীতে নির্বাচনে বোমাহামলায় নিহত ১

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় একজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। নিহতের লাশ ময়না তন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে পুলিশ। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং শের-ই বাংলা মেডিকেলে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ওই উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে। নিহতের নাম মৌজে আলী মৃধা (৬৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, অপ্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি ওই কেন্দ্রে ভোট দিতে যায়। বিষয়টি ভোটগ্রহণকারীদের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়। তখন ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোরগ মার্কার ফিরোজ মৃধা ও টিউবওয়েল মার্কার মন্টু হাওলাদারের সমর্থকদের মধ্যে প্রথমে হাতাহাতি এবং পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনা কেন্দ্রের বাইরে ছড়িয়ে পড়লে কেন্দ্রের বাইরে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় ককটেলের আঘাতে ফিরোজ মৃধার পক্ষের সমর্থক মৌজে আলী মৃধা সহ ৬জন আহত হয়। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মৌজে আলী মৃধাকে মৃত ঘোষণা করেন। পরে তাদের মধ্যে ২ জনকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।
এর আগে বেলা ১২টার দিকে মুলাদী উপজেলার কাজীরহাট ইউনিয়নের প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়।
অপরদিকে, সকালে ভোট শুরুর আগে বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঠাকুরমল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট মো. রিয়াদের হাত ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা।
সর্বোপরি বরিশাল জেলায় নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।