গৌরনদীতে এক বৃদ্ধাকে সহায়তা দিলেন ওসি

গৌরনদীতে এক বৃদ্ধাকে সহায়তা দিলেন ওসি

বরিশালের গৌরনদীতে কঠোর লকডাউনের মধ্যেও ইট ভাঙ্গার কাজে নিয়োজিত এক বৃদ্ধাকে কাজ থেকে বিরত রেখে ১০ দিনের খাদ্য সহায়তা দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

গত রোববার দুপুরে মরিয়ম বেগম (৭৫) নামে ওই বৃদ্ধাকে ইট ভাঙ্গার কাজ থেকে বিরত রেখে ১০ দিনের খাবারের ব্যবস্থা করেন তিনি। 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) আফজাল হোসেন জানান, ওই বৃদ্ধার স্বামী মারা গেছে অনেক আগে। তার ছেলে নেই। একমাত্র মেয়ে স্বামীর সংসারে রয়েছে। তিনি একা স্বামীর ভিটায় থাকেন। পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় এই বয়সে নিজেই ইট ভাঙ্গা কাজ করেন। প্রতিদিন ইট ভাঙ্গার কাজ করে ৩০ থেকে ৪০ টাকা পান। এ দিয়ে কোনমতে খেয়ে পড়ে আছেন। বৃদ্ধা বয়সে ওই নারীকে কাজ করতে দেখে কাছে গিয়ে কারণ জানতে চান তিনি। তখন তিনি তার অসহায়ত্বের কথা বলেন। পরে ওসি তাকে কিছু নগদ অর্থ এবং মাস্ক সহায়তা দেন। একই সঙ্গে তাকে সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অনুরোধ করেছেন বলে জানান ওসি আফজাল হোসেন।