গৌরনদীতে এক রাতে ৪টি দোকানে চুরি

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে এক রাতে ৪টি দোকানে চুরি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে চুরির খবর পেয়ে মঙ্গলবার সকালে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক সজল খান ও আল-আমিন শিকদার জানান, সোমবার দিবাগত রাতে মাহিলাড়া বাজারের নলচিড়া রোডে পাশাপাশি ৪টি দোকানের পেছনের দিকের টিনের চালা কেটে দোকানে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা মায়ের দোয়া টেলিকম নামে একটি দোকান থেকে ১২০ টি বাটন মোবাইল, ২৫ টি এ্যানড্রোয়েট মোবাইল, ২০ টি সার্ভিসিং মোবাইল ও নগদ অর্থসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল, একটি কনফেকশনারী দোকান থেকে ৩৫ হাজার টাকার, একটি ভ্যারাইটিজ স্টোর থেকে ২০ হাজার টাকার এবং সজল ইলেকট্রিক দোকান থেকে ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, মাহিলাড়া বাজারে ৪টি দোকানে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।