গৌরনদীতে গভীর নলকুপে ফুরাডান,পান না করতে মাইকিং

বরিশালের গৌরনদীর পৌর সভার ৬নং ওয়ার্ডের গোবর্দ্ধন মহল্লার একটি গভীর নলকুপে বৃহস্পতিবার রাতে গভীর টিউবলের ভিতরে ফুরাডান ঢেলে ভর্তি করে দেয় অজ্ঞতনামা দূবৃত্তরা । একই দিন পাশ্ববর্তি কুকুরে বৃষ প্রয়োগ করে মাছ মেরে ফেলে।
এ ঘটনায় শুক্রবার গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।
স্থানীয় লোকজন ও সাধারন ডায়রী সূত্রে জানা গেছে, গৌরনদীর পৌর সভার ৬নং ওয়ার্ডের গোবর্দ্ধন মহল্লার তালুকদার পাড়া রিপন তালুকদারের বাড়ির গভীর নলকুপে বৃহস্পতিবার রাতে কে বা কারা টিউবয়েলের ভিতরে ফুরাডান ঢেলে ভর্তি করে দেন। রিপন তালুকদার জানান, শুক্রবার সকালে সে ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার জন্য টিউবলে যান এবং টিউবলের হ্যান্ডেল ধরে চাপ দিতে জাম্প অনুভব হয় এবং কোন পানি আসে না। পরে হাত দিয়ে টিউবয়েলের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গুড়া পরীক্ষা করে দেখতে পান পুরো টিউবয়েলের মধ্যে গুড়া ফুরাডান ফেলে ভর্তি করে রেখেছে কে বা কারা। পরে অনেক চাপাচাপি করলে ফুরাডাল গলে দূর্গন্ধযুক্ত পানি বের হয়। মহল্লার বিউটি বেগম (৪৭) ও খোকন তালুকদার (৭৫) বলেন, এই টিউবয়েল থেকে গোবর্দ্ধন তালুকদার বাড়ি, সরদার বাড়ি ও মধ্যপাড়া মহল্লার প্রায় ২শত ৫০টি পরিবার পানি পান করে থাকে।
টিউবয়েলে বৃষ ঢেলে রাখার বিষয়টি সকালে ধরা না পড়লে পানি পান করে প্রানহানি ঘটতে পারত। স্থানীয় পলাশ তালুকদার (৪২) বলেন, শুক্রবার সকালে টিউবয়েলে ফুরাডান দিয়ে রাখার বিষয়টি ধরা পড়লে মহল্লায় মাইকিং করে প্রচারনা চালিয়ে জনসাধারনকে পানি পান না করার জন্য অনুরোধ জানানো হয়। তিনি আরো বলেন, একই রাতে দূবৃত্তরা টিউবল সংলগ্ন তালুকদার বাড়ির পুকুরে বৃষ প্রয়োগ করে প্রায় অর্ধ লক্ষ টাকার মাছ নিধন করেছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।